ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
- ভেনিস প্রতিনিধি:
-
২০২৩-০৪-২৬ ১২:৪০:২৮
- Print
ইতালির ভেনিস বাংলা স্কুল ২৫ এপ্রিল, মঙ্গলবার বিকেলে ইতালির ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে।
বাংলা স্কুলের মেস্ত্রেস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে বাৎসি বাহিনী ইতালির বড় অংশ দখল করে নেয়। বেনিতো মুসোলিনির নেতৃত্বে কায়েম করা হয় ফ্যাসিবাদি দুশাসন।
কামরুল বলেন, মুসোলিনির কর্তৃত্ববাদি শাসন ইতালিয় ইতিহাসের এক কালো অধ্যায়। ওই শাসনের ফলে মানুষের জনজীবনে নেমে এসেছিলো নরক যন্ত্রণা। দারিদ্রতা ছড়িয়ে পড়েছিলো ইতালি জুড়ে। কিন্তু ইতালিয় সৈনিকরা হাল ছাড়েননি। মিত্রদের সহযোগীতা ১৯৪৫ সালের ২৫ এপ্রিল ফ্যসিবাদিদের পতন ঘটিয়ে দেশের স্বধীনতা সার্বভৌমত্ব উদ্ধার করেছিলেন।
স্কুল কমিটির উপদেষ্টা পলাশ রহমান বলেন, প্রায় ৩ হাজার বছরের ঐতিহ্য এবং সভ্যতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ইতালির বর্তমান শাসন ব্যবস্থা বেশ সমালোচিত। ডানপন্থী সরকারের অতি জাতীয়তাবাদি মনোভাব মানুষকে ফ্যাসিবাদি শাসনামলের কথা মনে করিয়ে দিচ্ছে। অথচ জুলিয়াস সিজারের রোমান সাম্রাজ্য এক সময়ে গোটা ইউরোপে সভ্যতার আলো ছড়িয়েছে।
তিনি বলেন, ইতালির বর্তমান সরকারের উচিৎ অভিবাসীদের বিষয়ে আরো বেশি মানবিক হওয়া। যারা জীবিকার প্রয়োজনে জীবন বাজি রেখে ইতালি আসেন, তাদের প্রতি নিষ্ঠুর আচারণ করা ইতালিয় সভ্যতা বিরোধী কাজ, তা সরকার প্রধান জর্যা মেলোনির মনে রাখা উচিৎ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোহেলা আক্তার বিপ্লবী, সোহেল মিয়া, নূরে আলম, মোঃ কামরুজ্জামান উজ্জল, আব্দুর রউফ, শহিদুল ইসলাম সুমন, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, সুমন সরকার, প্রমূখ।