ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক দিবস পালন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৪-২৬ ০৭:২৭:৩৬
‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কমিউনিটি ক্লিনিক’ শ্লোগানে নীলফামারীতে ২৩তম কমিউনিটি ক্লিনিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার দুপুরে। সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা কমিউনিটি ক্লিনিকে দিবসের কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভায় ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, জানো প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পর্শিয়া রহমান বক্তব্য দেন। আলোচনা সভা পরিচালনা করেন কানিয়াল খাতা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আসাদুজ্জামান রুবেল। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান বলেন, ২৩বছর আগে আজকের দিনে ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ প্রতিপাদ্যে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। দিনটি স্মরণীয় করে রাখতে সারাদেশের মত নীলফামারী জেলার ১৯৬টি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত