ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৪-২৬ ০৭:২৫:১১
‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন, প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে বুধবার। এ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রমুখ। এতে প্রধান আলোচক ছিলেন নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ উদ্যোগে সারাদেশে দিবসটি পালন করা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত