পটুয়াখালীতে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
-
২০২৩-০৪-২৬ ০৭:২২:২৯
- Print
পটুয়াখালীতে স্কুল ও কলেজ পর্যায় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং পৌর এলাকার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন মাঠে পৌরসভার উদ্যােগে আয়োজিত অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগীতায় ৪৮ জন বিজয়ী এবং পৌর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ও ২০২২ সালের এসএসসি, এইচএসসি, সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৫৫ জন শিক্ষার্থীকে মেধাবী সম্মাননা প্রদান করা হয়। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রমুখ। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে পৌরসভার এ উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের আরো ভালোভাবে নিজেদের তৈরি করতে প্রেরনা যোগাবে।
এ অনুষ্ঠানের পাশাপশি ঈদ পুনঃর্মিলনী উপলক্ষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ।