ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে বাস চাপায় ভূমি তহসিলদারসহ দুজন নিহত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৪-২৬ ০৭:১৫:৪৬
দিনাজপুরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী ভূমি অফিসের তহসিলদারসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর- ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার চুনিয়াপাড়াচ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৪০) ও কম্পিউটার অপারেটর সোহান (৩০)। সম্পর্কে তারা মামা-ভাগিনা। তাদের বাড়ি দিনাজপুর শহরের রামনগর এলাকায়। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাসটি ফুলবাড়ি থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। সকাল সড়ে ৯টার দিকে সদরের চুনিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক রয়েছে। তবে,বাস চালক ও হেলপার পলাতক। প্রত্যক্ষদর্শী মনসুর আলী জানান,দু'জন একটি মোটরসাইকেলে চেপে অফিসে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগিনা কম্পিউটার অপারেটর সোহান নিহত হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী