ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে সচেতন গ্রামবাসীর সাহসী ভূমিকায় এক ব্যক্তির প্রান রক্ষা
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৪-২৪ ০৮:০৪:৩৬
পার্বতীপুরে সচেতন গ্রামবাসীর সাহসী ভূমিকার কারনে উপজেলার পাটিকাঘাট গ্রামের মোস্তফা জামান(৫৫) এক ভয়ঙ্কর হামলাকারীর হাত থেকে প্রান রক্ষা পেল। গ্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, সোমবার দুপুর ১২টায় মোস্তফা জামান বিশেষ কাজে বাড়ি হতে বের হয়ে পলাশ বাড়ী গ্রামে পৌছলে জনৈক রওশন আলীর আক্রমনের শিকার হন। রওশন আলী তার হাতে থাকা ধারালো চাইনিজ কুড়ালি দিয়ে মোস্তফা জামানকে মারতে উদ্যত হয়। প্রান রক্ষায় মোস্তফা দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীও তার পিছু ধাওয়া করে। এমন সময় ঘটনাস্থলের পাশে থাকা গ্রামবাসীরা এগিয়ে এসে দ্রুত রওশনকে আটক করে তার হাতে থাকা চাইনিজ কুড়ালি কেড়ে নেয়। তাৎক্ষনিক ৯৯৯ নম্বরে কল করা হলে হামলাকারী রওশন পালিয়ে যায়। পুলিশ পরে এসে চাইনিজ কুড়ালটি উদ্ধার করে জব্দ তালিকা করে নেয়। হামলার শিকার মোস্তফা জামান বড়পুকুরিয়া পুলিশ তদম্ত কেন্দ্রে সাধারন করেছেন (নম্বর-৮৪২)। বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নুরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের অনুমতি নিয়ে আসামীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী