ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঈদ উপলক্ষে হিলির শূন্যরেখায় বিজিবি-বিএসএফ'র মিষ্টি বিনিময়
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৪-২২ ১২:৩৯:১০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলির শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং উপহার হিসেবে মিষ্টি বিনিময় হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের (আইসিপি) সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব–পিলারের সামনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে এ মিষ্টি বিনিময় করে। বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ভারতের পতিরাম-১৫১ বিএসএফ ক্যাম্প কমান্ডার রমেশ কুমারের হাতে ছয় প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টির কয়েকটি প্যাকেট তুলে দেওয়া হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন কাজ করছি। ভালো লাগছে। দেশের জন্য কাজ করছি। এটিও একধরনের আনন্দ। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছি। তারাও বিভিন্ন অনুষ্ঠানের দিন আমাদের মিষ্টি উপহার দেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী