ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আজ থেকে আবারো শুরু হচ্ছে ইউরোপা লিগ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-০৫ ০৩:১৫:৫০

দীর্ঘ বিরতির পর আজ থেকে আবারো শুরু হচ্ছে উয়েফা ইউরোপা লিগ। শেষ ষোলোর সেকেন্ড লেগে অস্ট্রিয়ান লিনজার অ্যাথলেটিক স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ইন্টার মিলানের প্রতিপক্ষ গেতাফে।

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাত ১টা। রাত ১০টা ৫৫তে আছে আরও দুটি ম্যাচ। যেখানে লেভারকুজেনের প্রতিপক্ষ রেঞ্জার্স আর রোমা খেলবে সেভিয়ার সাথে।

ম্যানচেস্টার ইউনাইটেড; ধুকতে ধুকতে  মৌসুম শুরু করা দলটা সিজন শেষে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। রেড ডেভিলস স্কোয়াডটা এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ।

মৌসুমের মাঝে দুর্নান্ত এক সাইনিং। পর্তুগী অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নন্দেস দলে ঢুকে পাল্টে দিয়েছেন চেহারা। একাডেমি থেকে উঠে আসা ম্যাজন গ্রীউনড পুরো মৌসুম জুড়ে আলো ছড়িয়েছেন। ম্যানইউর ডিফেন্সে কিছুটা সমস্যা আছে। তবে মাগুয়ারের নেতৃত্বে ফ্রেড, রাশফোর্ড, বিসাকা, মার্শিয়ালদের নিয়ে আত্মবিশ্বাস পুজি করেছেন ওলেগানে শোলশায়ার।

লিনজারের বিপক্ষে ম্যাচ নিয়ে অতশত ভাবার সবময় নাই ম্যানচেস্টার ইউনাইটেডের। মার্চে ফাস্ট লেগে ঘরের মাঠে ওদেরকে ৫ গোল দিয়েছিলন রেডডেভিল, কনসিড করেনি একটাও, তাই ফিরতি লেগের ম্যাচটা কেমন হতে যাচ্ছে সেই ধারণা করে নেয়াই যায়।

হাড্ডাহাড্ডি পজিশনে থেকে লিগ শেষ করেছে ইন্টার মিলান। সিজন শেষে চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে ছিল নাজিওনালে। এবার মিশন ইউরো। করোনায় গেতাফে-ইন্টারের ফল নিধারণ হবে এক লেগেই।

গেতাফের চেয়ে শক্তিতে যোজন ব্যবধানে এগিয়ে ইন্টার নাজিওনালে। কিন্তু বিপত্তি আছে খানিকটা। ইউরোপিয়ান কম্পিটিশনে শেষ ১২ ম্যাচে  স্প্যানিশ ক্লাবের সাথে মাত্র একবারই জিততে পেরেছে নেরাজ্জুরিরা। তবে দলটা যখন গেতাফে তখন চিন্তামুক্ত থাকতেই পারে কন্তের ছেলেরা।

নিরপেক্ষে ভেন্যু জার্মানির ভেলটিস এরেনায় খেলা, তাই হোম-অ্যাওয়ের হিসেব নাই। ইন্টার স্ট্রাইকার রোমুলু লুকাকু আছেন আছেন দুর্দান্ত ফর্মে। দু-একজন বাদে দেলের অধিকাংশ সদস্যই আলো ছড়াচ্ছেন নিয়মিতই। তাই গেতাফের বিপক্ষে ম্যাচে ইন্টারকে ফেভারিট ধরে নেয়াই যায়।

 

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স