ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ফরিদপুরে অকো-টেক্স গ্রুপের পক্ষ থেকে ৮ হাজার পরিবারের মাঝে যাকাত বিতরণ
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-০৪-২০ ১৪:৩৩:৫৪
"ধনীর সম্পদে আল্লাহ্ তা'আলা গরীবের অংশ (যাকাত) নির্ধারণ করে দিয়েছেন।" এবং ‘যাকাত দিলে ধনসম্পদ কমে না বরং বাড়ে’- এ উক্তিকে ধারণ করে প্রতিনিয়ত সমাজের অসহায় মানুষের মাঝে নিজের সম্পদের একটি অংশ অকাতরে বিলিয়ে দিয়ে যাচ্ছেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের ৮ হাজার অসহায় মানুষের মাঝে যাকাত বিতরন করেছেন তিনি। সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ২০ এপ্রিল ২০২৩ইং, রোজঃ বৃহস্পতিবার সকালে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই যাকাত বিতরণ করা হয়। এ সময় জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর ও সালথা উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের সাড়ে তিন হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ, সেমাই ও চিনি তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া (ফিরোজ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা দায়রা ও জজ আকবর আলী শেখ, অকো-টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। অনুষ্ঠানে আলোচনা পর্বে উপকৃতদের উদ্দেশ্যে বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া (ফিরোজ) বলেন, আপনারা সোবহান সাহেবের দয়া বা করুণায় এখানে আসেন নাই। এটা আপনাদের হক আদায় করার জন্য এসেছেন। তেমনি এটা সোবহান সাহেবের জন্য ফরয, তিনিও ফরয পালনের মধ্য দিয়ে সওয়াব অর্জন করছেন। আর আপনারা সেই সওয়াবের পরিপূর্ণতা দিয়েছেন। এছাড়া অতিথিবৃন্দ বক্তব্যকালে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের ভূয়াসী প্রশংসা করেন। তারা বলেন, সত্যিকার অর্থে একজন দানবীর ইঞ্জিনিয়ার সোবহান সাহেব। তিনি অকাতরের নিজের সম্পদ সমাজের অসহায় মানুষের মাঝে দান করে যাচ্ছেন। এ সময় বিশেষ অতিথি’র বক্তব্যকালে সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী বলেন, সোবহান সাহেবের সম্পদের বিপুল অংশ জনকল্যাণে ব্যায় করে যাচ্ছেন। আপনারা জানেন যে, সরকারও বিভিন্নভাবে মানুষের পাশে দাড়িয়ে থাকে। কিন্তু সবক্ষেত্রে সরকারের কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এরকম দানবীর, জনহিতৈষী ব্যক্তিরা আছেন বিধায় আমাদের দেশের প্রতিটা মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া কানাইপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন উপকৃতদের উদ্দেশ্যে বলেন, এটা আপনাদের প্রাপ্য। সেই প্রাপ্যটাই আমাদের সর্বজনশ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেব আপনাদের মাঝে পৌছে দেয়ার জন্য সুদূর জাপান থেকে এসেই শতব্যস্ততা সত্তেও আপনাদের মাঝে ছুটে এসেছেন। আপনারা তাঁর জন্য মহান আল্লাহর কাছে প্রাণখুলে দোয়া করবেন। আলোচনা পর্ব শেষে ধারাবাহিকভাবে উপকৃতদের মধ্যে যাকাত তুলে দেন অতিথিবৃন্দ, সেবামূলক কাজে নিয়োজিত আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ