ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দেওয়ান কামাল আহমেদ নির্বাচিত
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৪-২০ ০৬:৫৪:১১
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন(২২০) এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বাসটার্মিনালে ইউনিয়নের প্রধান কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে দেওয়ান কামাল আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির নেতারা। দায়িত্ব নিয়ে দেওয়ান কামাল আহমেদ বলেন, আমার বাড়িতেই এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছিলো। সম্প্রতি আমার ছোট ভাই দেওয়ান মজিবুদৌলা জকি মারা যাওয়ায় সভাপতির পদটি শুণ্য হয়। ওই পদে শ্রমিক নেতারা আমাকে সভাপতির আসনে দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, সংগঠনটির গতিশীলতা এবং শক্তিশালী করণ ছাড়াও শ্রমিকদের স্বার্থে আমি সার্বক্ষনিক ভাবে পাশে থাকবো। এদিকে বিকেলে নীলফামারী বাসটার্মিনালে তাকে বরণ করে নেন বিভিন্ন শ্রমিক সংগঠন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী