ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর বাস - সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৪-২০ ০৬:৩৯:১৫
দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে বাসের সাথে যাত্রিবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির আরোহী একই পরিোরের শিশুসহ চারজন নিহত হয়েছে। নিহতরা শিশু অর্নব (৯) অর্নবের মা পল্লবী রানী, অর্নবের বাবা উত্তম সরকার ও অর্নবের চাচাতো ভাই অপূর্ব (১২) মোট চারজন নিহত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন এবং অপর দুইজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অপর দু'জনকেও মৃত ঘোষনা করেন। আজ বৃষ্পতিবার বেলা ১১ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে এদূর্ঘটনা ঘটে। দিনাজপুর চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে একই পরিবারের ওই চারজন চিকিৎসা নিতে ডাক্তার দেখাতে দিনাজপুর এম আব্দুর মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে দিনাজপুর শহরে আসছিল। বিপরীত দিক থেকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে বাস - সিএনজি সংঘর্ষে যাত্রিবাহী সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চারজন নিহত হয়। সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে চিরিরবন্দর নির্বাহী অফিসার খালিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ প্রদান করার ঘোষণা প্রদান করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী