ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যােগে প্রায় ৫'শ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৪-২০ ০৬:৩৫:৫১
ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যােগে প্রায় ৫'শ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এই খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক তথ্য-প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান খান, সাবেক ফুটবলার জাফরুল ইসলাম বেলাল, শিক্ষক ফারুক আহমেদ, রেজাউল হক বুলু, আশরাফুল হক রিজেন, মাহমুদুল হাসান সোহাগ, সাদেকুর রহমান, ইকরামুল হক তামিম ও রাজু প্রমুখ। বিশিষ্ট সমাজসেবী, সাদেকপুর পশ্চিম ইউনিয়নের সুদীর্ঘ সময়ের ইউপি চেয়ারম্যান,সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের নামে তার নিজ গ্রাম জালশুকায় প্রতিষ্ঠিত 'আবদুর রহিম স্মৃতি পাঠাগার'র উদ্যােগে জালশুকাসহ বড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়-দরিদ্র মানুষের মাঝে প্রতি রমজানের ২৮ তারিখে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী