ভারতের অযোধ্যায় বহুল আলোচিত রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে আজ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দিল্লি থেকে অযোধ্যা পৌঁছে প্রথমে হনুমান মন্দিরে পুজো দেবেন মোদী। তারপর রামলালার মন্দিরে পুজো দেখতে যাবে। অযোধ্যার পাশাপাশি প্রায় ১৭৫ জন ধর্মীয় গুরু এই অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানের প্রতিটি স্তরে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে আগেই জানিয়ে দেয় রামজন্মভূমি ট্রাস্ট।
গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট বিতর্কিত রামমন্দির-বাবরি মসজিদের ২ দশমিক ৭৭ একর জমির মালিকানা মন্দির কমিটিকে দেয়। আর অন্যত্র আলাদা পাঁচ একর জমি মসজিদ গড়তে রাজ্য সরকারকে নির্দেশ দেয় আদালত।