“দেশের উন্নয়ন বাস্তবায়ন,প্রকৃতিকে সুস্থভাবে ধাবন ও মানকতার সেবায় নীরব ভাবে কাজ করে যাচ্ছে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-স্বাস্থ্য সেবা কেন্দ্র। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিবেশের উন্নয়ন ও মনন বিকাশের পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে। সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগ অব্যাহত থাকুক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ধনার্ঢ্য ব্যক্তিরাও অসহায়-দরিদ্র ও দুঃস্থদের পাশে এগিয়ে আসুক-এমনটাই প্রত্যাশা সবার।”
দিনাজপরেু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাব আয়োজিত ঈদ উপহার খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন।
আজ বুধবার ( ১৯ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী চাউলিয়াপট্রি-পাহাড়পুর মিলনালয় সমিতি, দিগন্ত শিল্পী গোষ্ঠি ও হামিদুর রহমান পাঠাগার মাঠে অসহায় দরিদ্র-দুঃস্থদের মাঝে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-স্বাস্থ্য সেবা কেন্দ্রের ঈদ উপহার খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এস এম খালেকুজ্জামান রাজু ও দিনাজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
প্রকৃতি ও জীবন ক্লাব, দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম শেখের সভাপতিত্বে ও স্বাস্থ্য ও ক্রীড় সম্পাদক বিশিষ্ট ধরাভাষ্যকার সৈয়দ রফিকুল ইসলাম রফিকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী,সালাউদ্দিন আহমেদ, দিগন্ত শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফারুক গজনবী, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, সাবেক কাউন্সিলর মোস্তাফা কামাল মুক্তি বাবু, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন. অর্থ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকিদ হায়দার শিপন, কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক, সাদেকুল ইসলাম স্বাধীন, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আরমান হোসেন বরকত, রেমো, মো.খোকন, সাপ্তাহিক দিনাজপুর এ·প্রেস এর সম্পাদক বাবু আহমেদ বাব্বা, যুব নেতা আমিনুল ইসলাম রুবেল, সদেকুল ইসলাম স্বাধীন, জুয়েল রানা, মো. রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আগত অতিথি ও গুণিজনেরা মহতি উদ্যোগের ভূষিত প্রসংশা করে প্র্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মতো ধনার্ঢ্য ব্যক্তি ও সামর্থ প্রতিষ্ঠানকে অসহায় দরিদ্র-দুঃস্থদের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, সেমাই ও চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগ মুহুর্তে এধরনের খাদ্য সামগ্রী পেয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সফলতা কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষেরা।
প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় শুধু ঈদ উপহার খাদ্য সামাগ্রী বিতরণ নয়,দরিদ্র-অসহায় দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ, বিভিন্ন উৎসব এবং বন্যা ও করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এ জেলায়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।