ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ইফতার ও যাকাতের অর্থে উপহার পেলো ১৪৭ অস্বচ্ছল মানুষ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৪-১৯ ০৬:০৪:০৫
সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, নীলফামারীতে এখন আর মঙ্গা নেই। মঙ্গা যাদুঘরে আছে। বিএনপির সময় অভাবের কারণে একজন বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করে মারা গেছেন। এখন আর সেই সময় নেই। অর্থনৈতিক বিপ্লব ঘটেছে নীলফামারীতে। শেখ হাসিনা ইপিজেড করে দিয়েছেন। ৫০হাজার মানুষ সেখানে চাকুরী করে অর্থনৈতিক ভাবে সক্ষমতা অর্জন করেছেন। শুধু এটি নয়, চারদিকে কত উন্নয়ন। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তিনি আছেন বলেই বাংলাদেশ ভালো আছে, সঠিক পথে আছে। তিনি গতকাল বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে। সদর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইয়েদুজ্জামান লালুর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। অনুষ্ঠানে অস্বচ্ছল ১৪৭জনের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ এবং বিশেষায়িত এক শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা ইফতারের টাকা বাঁচিয়ে এবং নেতৃবৃন্দের কাছ থেকে যাকাতের টাকা সংগ্রহ করে এই উপহার বিতরণের উদ্যোগ নেই। তিনি বলেন, ২হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত বিতরণ করা হয় অনুষ্ঠানে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ