ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জিকো
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৪-১৮ ১৪:২১:৫০

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুঁশি। ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাবাসী তথা দেশের সর্বস্তরের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি এবং উত্তর ধরলা প্রজন্ম আওয়ামীলীগের উত্তরসূরী, আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রগামি তরুণ, একজন মানবিক মনের মানুষ, 001 মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইসহাক আলী জিকো।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাবাসী তথা দেশের সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ