ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি সভাপতি রেজা-সাধারণ সম্পাদক বাবুল হৃদয়
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-০৪-১৮ ০৫:২০:৪১
ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির (ডিসিআরইউ) সভাপতি পদে রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হৃদয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট, টেলিভিশন, অনলাইন মিডিয়ায়) কর্মরত কালচারাল রিপোর্টারদের নিয়ে ২০ বছর আগে ২০০৩ সালে গঠিত হয় সংগঠনটি। সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ ও মানবাধিকার খবরের উপদেষ্টা চৌধুরী রেজওয়ানা বাসার। অতিথিরা তাদের বক্তব্যে নতুন কমিটিকে শুভেচ্ছা এবং সংগঠনের সাফল্য কামনা করেন। ডিসিআরইউর ২০২৩-২০২৫ মেয়াদের নতুন কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি মীর নাসিমুল ইসলাম সেলিম (আমাদের অর্থনীতি), মো. মোশারফ হোসেন (আমাদের নতুন সময়), আসলাম ইকবাল (বাংলাদেশের আলো), ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল (অর্থকন্ঠ), যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চিশতী (রাইজিংবিডি), অর্থ সম্পাদক ইউসুফ বাবলু (ঢাকা নিউজ২৪.কম), সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান আজাদ (সমকাল), প্রচার সম্পাদক রতন বিশ্বাস (টাইমটাচ নিউজ), প্রকাশনা সম্পাদক আওয়াল চৌধুরী (একুশে টিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান (আজকের সংবাদ), তথ্যপ্রযুক্তি সম্পাদক অভিজিত বনিক রুবেল (ভোরের পাতা), ক্রীড়া সম্পাদক আশিক বন্ধু (ইনকিলাব), সাংস্কৃতিক সম্পাদক সুকন্যা আমির (নিউজ২৪), আন্তর্জাতিক সম্পাদক আনিসুজ্জামান আনিস (চিত্রজগত), সাহিত্য সম্পাদক তানিয়া তুষ্টি (বাংলাদেশ প্রতিদিন), জনকল্যান সম্পাদক নিলুফার আলম পপি (ডেইলি উইমেন বাংলাদেশ), দফতর সম্পাদক ফারুক হোসেন (বিজনেস বাংলাদেশ) নির্বাহী পরিষদ সদস্য- সাইফুল শুভ (যায়যায়দিন), এনআই বুলবুল (জনকণ্ঠ), মহসীন বেপারী (বাসস), সাগির আহমেদ (ভোরের পাতা) জাকির হোসেন (নিউজজি২৪), ইউসুফ হাওলাদার দীপু (বৈশাখী নিউজ), মোস্তফা মতিহার (বাংলাদেশ প্রতিদিন), আহসান হাবিব সোহেল (গণকণ্ঠ), এম এ লিটন (বৈশাখী নিউজ), ইসমত জেরিন স্মিতা (ভোরের আকাশ), রাকিব হোসেন (মাই টিভি), রাকিবুল হাসান (ভোরের পাতা), তারেক হাসান বাপ্পি (এশিয়ান টিভি)।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন