ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ভোলার বোরহাউদ্দিনে বিএনপির ইফতার মাহফিল পন্ড করার অভিযোগে সংবাদ সম্মেলন
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৪-১৮ ০৪:৩৬:৩০
ভোলায় বোরহানউদ্দিনে রাতের আঁধারে হামলা চালিয়ে পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পন্ড করে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বোরহানউদ্দিন পৌর বিএনপি। সোমবার (১৭ এপ্রিল) সোমবার দুপুরে বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলমের ব্যাক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ছাত্রলীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা রবিবার রাতে এই হামলা ও ভাঙচুর করেছে। এসময় বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাসেল এবং কচিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাকসুদসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান কবির আরও জানান, আজ ১৭ই এপ্রিল ২৫শে রমজান বোরহানউদ্দিন পৌর বিএনপি কর্তৃক একটি ইফতার ও দোয়া মাহফিলের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এজন্য উপজেলা বিএনপি অফিসের বিপরীত পার্শ্বে বিএনপির নিজস্ব জায়গায় প্যান্ডেল তৈরি করা হয়েছিল এবং সেখানে অতিথিদের জন্য চেয়ার, টেবিল বসানো হয়েছিল। কিন্তু রবিবার রাতে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নামধারী ১৫০/১৬০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পুরো প্যান্ডেল ভেঙ্গে ফেলে। চেয়ার টেবিলগুলো ভেঙে গুড়িয়ে দেয়। এসময় ছাত্রদলের তিনজনকে পিটিয়ে আহত করা হয়। এর আগে গঙ্গাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলও সন্ত্রাসী হামলা করে পন্ড করা হয়েছে। এসময় তিনি আরও জানান, বোরহানউদ্দিনের সকল ইউনিয়নে সফলভাবে ইফতার মাহফিল করা হয়েছে। কেবল গঙ্গাপুর ইউনিয়ন এবং পৌর বিএনপির ইফতার মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে ফেলা হয়। তিনি অভিযোগ করেন, পুলিশকে সংবাদ দেওয়ার পরও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানানো হয়, বিএনপিতে কমিটি গঠন নিয়া অভ্যন্তরীণ কোন্দল চলছে। গ্রুপিংএর কারনে এমন হামলা ও ভাংচুর হতে পারে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত