ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মুজিবনগর দিবস হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অনন্য দিন - এমপি শাওন
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৪-১৭ ০৯:১৭:৩৮
ভোলার লালমোহনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এমপি শাওন তার বক্তব্যে বলেন, আজকের দিনটি হলো বাংলাদেশের ইতিহাসের অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এইদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এর মধ্যদিয়ে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রুপ পায়। এর আগে ১০ এপ্রিল স্বাধীন সার্বভোম বাংলাদেশ সরকার গঠিত হয়। এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশর অগ্রগতি নিয়ে এখন আলোচনা হচ্ছে। ২০৪১ সালের মধ্যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার,লর্ডহাডিন্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,লালমোহন ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা দিদারুল ইসলাম অরুন,আওয়াশীলীগ নেতা মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী