ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত
- রাজিব হাসান, ঝিনাইদহ
-
২০২৩-০৪-১৭ ০৪:৩৫:১০
- Print
ঝিনাইদহের কালীগঞ্জের বেথুলী গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাইক্রো কার চালক আজিম হোসেন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে। নিহত আজিম একই গ্রামের রমজান আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বেথুলী গ্রামে জমি-জমা নিয়ে রমজান ও ইসরাইলের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। তারই জের ধরে আজ সন্ধ্যা সাতটার দিকে চাচাতো ভাই মেহেদি তার অপর চাচাতো ভাই মাইক্রো কার চালক আজিমকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় দু-পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ আরও জানান, এ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত মেহেদিকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। থানায় মামলার প্রস্তুতি চলছে।