ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৪-১৭ ০৪:২৫:৩৬
যমুনা টিভি'র ' ক্রাইম সিন' এ অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জেরে রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়েরসহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ( ১৬ এপ্রিল) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ আয়োজিত ঘন্টাব্যাপী এ সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, যমুনা টিভি' র সাংবাদিক মাহফুজুল হক আনার, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ্ আলম শাহী, কংকন কর্মকার, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সিংহ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাশ ঝন্টু, সাংস্কৃতিক সম্পাদক জিনাত হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৌশিক বস, নির্বাহী সদস্য ইফতেখার পান্না,সাংবাদিক সালাউদ্দীন আহমেদ, খাদেমুল ইসলাম, বিপুল কুমার সানী, দেলোয়ার হোসেন,বাবু আহমেদ বাব্বা, ক্যামেরা পার্সন শিমুল, আরমান সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সাংবাদিককের,বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান। বক্তারা বলেন,যমুনা টিভি'র ' ক্রাইম সিন' এ অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জেরে রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু যে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বন্ধ করতে হবে সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন। তা না হলে আগামীতে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন