ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
নাগেশ্বরীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৪-১৪ ০৪:৪৯:৪৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে চাল বিতরণে চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে চাল বিতরণ না করে তার বাড়ী চন্দ্রার মোড় সংলগ্ন তিনি নিজের প্রধান শিক্ষক ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তার নেতা-কর্মীদের নিয়ে চাল বিতরণ করছেন। সে সময় ইউপি সদস্যদের কোন উপস্থিতি পাওয়া যায় নি। ১০কেজি করে চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান ৭কেজি থেকে ৮কেজি করে চাল দিচ্ছেন। চাল কম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক। সরেজমিন উপজেলার কচাকাটা ইউনিয়নের চন্দ্রার মোড় সংলগ্ন ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৪এপ্রিল) সকাল থেকে গরিব অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। ট্যাগ কর্মকর্তা নাগেশ্বরী এলজিইডির এমদাদুল হকের অনুপস্থিতিতে চাল বিতরণ করছেন চেয়ারম্যান নিজেই। কাটাতে চাল ওজন করে দেওয়ার পরিবর্তে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বালতিতে করে। চাল পাওয়া কয়েকজনের চাল আবার কাটায় ওজন করে ৭কেজি থেকে ৮কেজি করে পাওয়া যায়। সৈইফুল ইসলাম, বাবলা, জিয়া, আব্দুল খালেক বলেন, শুক্রবার সকাল থেকে চেয়ারম্যান নিজের মতো করে তার বাড়ী সংলগ্ন ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চাল বিতরণ করছেন। চাল ওজন করে দেখি ১০কেজি করে দেওয়ার কথা থাকলেও জনপ্রতি ৭কেজি থেকে ৮কেজি করে চাল বিতরণ করছেন। আমদের এলাকার লোক কেন ২‐৩কেজি করে চাল কম নেবে। গরিব মানুষদের ১০কেজি করে চাল বুঝিয়ে দেয়া হোক। নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে চাল বিতরণ না করে নিজের স্বার্থ হাসিলে তার বাড়ী সংলগ্ন ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইউপি সদস্যদের বাদ দিয়ে চাল বিতরণ করছেন। অভিযোগের বিষয়ে কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল বলেন, কচাকাটা ইউনিয়নে ৫হাজার ৪৫জনকে ভিজিএফের চাল দেয়া হচ্ছে। এই বলে দ্রুত চাল দেয়া বন্ধ করে বাড়ীতে চলে যান। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান বলেন, প্রত্যেককে ১০কেজি করে চাল দেয়ার নিয়ম। কিন্তু কেন চাল কম দেওয়া হচ্ছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, প্রধানমন্ত্রী দেয়া ইদ উপহার ভিজিএফের চাল কম দেয়ার সুযোগ নেই। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ