নীলফামারীতে উৎসব মুখর পরিবেশে নববর্ষ বরণ
- নূর আলম, নীলফামারী
-
২০২৩-০৪-১৪ ০৪:৪৮:৩৬
- Print
উৎসব মুখর পরিবেশে নীলফামারীতে বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সঙ্গিত পরিবেশন, আলোচনা সভা ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।
জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ডিসি’স গার্ডেনে গিয়ে সভায় মিলিত হয়।
সেখানে জাতীয় সঙ্গিত পরিবেশন শেষে ‘এসো হে বৈশাখ এসো এসো’ সঙ্গিতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন আলোচনা সভায়।
সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পহেলা বৈশাখের কর্মসুচীতে অংশ নেন।
এছাড়াও ঘুড়ি উৎসব ছিলো কর্মসুচীর অংশ হিসেবে।