ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
স্বরূপকাঠি প্রেসক্লাবের অভিষেক ও ইফতার
  • স্বরূপকাঠি ও কাওখালি (পিরোজপুর) প্রতিনিধি
  • ২০২৩-০৪-১৩ ১১:২৫:৩৩
পিরোজপুরের স্বরূপকাঠি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। স্বরূপকাঠি প্রেসক্লাবের আয়োজনে ২০ রমজান বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেস্কে অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার। প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী হিরু এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, ওসি মো. জাফর আহম্মেদ, ওসি (তদন্ত) মাসুদ খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মো. সাখাওয়াত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল ইসলাম, উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাংঙ্ক রঞ্জন সমদ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ। এসময় উপজেলার সরকারি বিভিন্ন দফরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন নেছারাবাদ থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাও. ক্বারী মো. বেলায়েত হোসেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী