ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৪-১৩ ০৫:২৪:৪৩
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩এপ্রিল) সকালে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে প্রত্যেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, বেরুবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী, ইউপি সচিব আবদার হোসেন সহ আরও অনেকেই। বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপহার পাঠিয়েছেন। উল্লেখ্য যে, বেরুবাড়ী ইউনিয়নের ৫হাজার ৩৬০জন ভিজিএফ উপকারভোগীদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ