ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মানসিক ভারসাম্যহীন পথহারা এক মা ফিরতে চাই তার আপন ঠিকানায়
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৪-১৩ ০১:০৬:১৫
আটমাস পূর্বে মামার সাথে রাজশাহী শহরে এসে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক মা ফিরতে চায় তার আপন ঠিকানায়। গত ১২ এপ্রিল রাত ২টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া বদির মোড় এলাকায় ষাটোর্ধ বয়সী এক বৃদ্ধা আমি বাড়ী যাবো আমি বাড়ী যাবো বলে চিৎকার করতে দেখে আরিফ খান জয় নামক এক পথচারী থমকে দাঁড়ায়। এরপর এই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করে আপনার নাম কি? বাড়ী কোথায়? এখানে কিভাবে এলেন? এমন প্রশ্ন করলে বৃদ্ধা মা বলে আমি বাড়ী যাবো, আমি বাড়ী যাবো। পথচারী জয় বৃদ্ধা মহিলার কাছে তার নাম ও বাড়ীর ঠিকানা জানতে চাইলে তিনি বলেন তার নাম ঝর্না বিবি স্বামীর নাম নুরু মিয়া বাড়ী নাটোর জেলার ধরাইলগ্রামে। তিনি আরো বলেন, তিনি মামার সঙ্গে নাটোরের বাড়িতে থাকতেন। আট মাস পূর্বে মামার সঙ্গে রাজশাহী শহরে এসে হারিয়ে যান তিনি। তবে তিনি অনেক চেষ্টা করেও মামার নাম মনে করতে পারছেন না। তবে তিনি তার সন্তানদের নাম মনে রেখেছেন বলে জানান। তিনি বলেন, তার ৫টি সন্তান ২ছেলে ও ৩ মেয়ে। ছেলের নাম আল-আমিন ও আলমগীর আর মেয়েদের নাম রোমানা, সোমানা ও মরিয়ম। ভোর ৩টা ২৬ মিনিটি প্রতিবেদক মোবারক হোসেন শিশির সেল ফোনে একি রিং আসে। প্রতিবেদককে দেখে তার ভাগ্নে আরিফ খান জয় ফোন দিয়েছে। রিসিভ করতেই বলে মামা আমি জরুরী একটি ম্যাসেজ দেওয়ার জন্য আপনার বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি। গেট খুলতেই ভাগ্নে বলে এই ভিডিওটি দেখুন। আর মানসিক ভারসাম্যহীন পথহারা এক মায়ের আকুতি শুনুন! তিনি ফিরতে চায় তার আপন ঠিকানায়, আপনি যেভাবেই হোক এই বিদ্যা মাকে তার আপন ঠিকানায় ফিরিয়ে দিন বলে প্রতিবেদক মামার কাছে রীতিমত আবদার করে বসলেন ভাগ্নে পথচারী আরিফ খান জয়। ভাগ্নের আবদার ও পেশাগত দায়িত্বপালন করতে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার লেখা এই প্রতিবেদন। জানিনা আল্লাহ তায়া'লা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা এই মায়ের কপালে আর কি লিখে রেখেছেন। তিনি নাটোর জেলার বাসিন্দা হোন আর না হোন তিনি যে বাংলাদেশের নাগরিক এটি সত্য। দেশের সহৃদয়বান ব্যাক্তিদের কাছে আকুল আবেদন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা এই মায়ের ছবি দেখে ছেলে সন্তানের নামের তথ্য গুলি'র খোঁজ খবরের সন্ধান করে যদি পাওয়া যায় তার আপনজনদের ঠিকানা তাহলে ০১৭৫৮-১৬৪৯১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রতিবেদকের ভাগ্নে পথচারী আরিফ খান জয়। পথচারী আরিফ খান জয় বলেন, পথ হারানো মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে তিনি তার বাড়ী দুর্গাপুর পৌরসভা সদরের সিংগা গ্রামে নিয়ে আসতে চাইলে তিনি কোনভাবেই রাজি হননি। দ্রুততার সাথে আপনজনদের সন্ধান না পাওয়া গেলে তিনি সালঘড়িয়া বদির মোড় এলাকা ছেড়ে না আবার কোথায় চলে যান। বিষয়টি ভবিষ্যৎ নিরাপত্তার দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হককে জানিয়েছেন পথচারী আরিফ খান জয় ও মামা প্রতিবেদক মোবারক হোসেন শিশির।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী