ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির দোয়া মাহফিল ও ইফতার বিতরণ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৪-১২ ১২:৩০:৩৭

নর‌সিংদী জেলা জার্না‌লিষ্ট এন্ড রাইটার্স সোসাই‌টির ইফতার ও দোয়া মাহ‌ফি‌ল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । 

১২ এ‌প্রিল বুধবার নর‌সিংদী পৌর সভার বিলাসদী‌স্থ আল্লাহু চত্ত্বরে নর‌সিংদী জেলা জার্না‌লিষ্ট এন্ড রাইটার্স সোসাই‌টির সভাপ‌তি হাজ্বী জা‌হিদ হোসেন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সদর উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উ‌দ্দিন ভুইয়া । বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সদর উপ‌জেলার ভাইস চেয়ারম্যান ক‌ফিল উ‌দ্দিন বাচ্চু,সাপ্তা‌হিক আজ‌কের চেতনা প‌ত্রিকার সম্পাদক এ‌বি আজরাফ টিপু,নর‌সিংদী প্রেসক্লা‌বের কোষাধ‌ক্ষ্য ও দৈ‌নিক সম‌য়ের মুক্ত চিন্তার সম্পাদক জয়নাল আ‌বেদীন,সাংবা‌দিক ও ডা: রমজান আলী প্রামা‌নিক,শহর আওয়ামী যুব লী‌গের সভাপ‌তি বিপ্লব,সদর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল,সাপ্তা‌হিক সংবাদ প‌ত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুজ্জামান পিটু,নর‌সিংদী জেলা রি‌পোটার্স ক্লা‌বের ভারপ্রাপ্ত সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম রিপন ।সাংবাদিক বাদল,সহ অনেক সাংবাদিক, ডাঃ, ইউনিয়ন পরিষদের সচিব।

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন সংগঠ‌নের সাধারণ সম্পাদক আর এ লায়ন সরকার। আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের সহ-সভাপ‌তি আ‌পেল মাহমুদ চৌধুরী, সাংগঠ‌নিক সম্পাদক এ এইচ আ‌বিল সদস্য মোঃ মামুন শাহ্ পিংন্কু প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সহ অনেকে।

নর‌সিংদী জেলা জার্না‌লিষ্ট এন্ড রাইটার্স সোসাই‌টির অনুষ্ঠান‌টির পৃষ্ঠ‌পোষকতায় ছি‌লেন নর‌সিংদী জেলা আওয়ামী লী‌গের কোষাধ‌ক্ষ্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী