প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকি বলেছেন, বিচারকরা সাধ্যমতো চেষ্টা করছেন মামলার জট কমানোর। সেই সাথে বিচারকদের জানিয়েছি, মানুষকে ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করা, যাতে তারা দ্রুত ন্যায় বিচার পান। আজ বুধবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামক বিচার প্রার্থীদের বিশ্রামাগার নির্মান কাজের ভিত্তিপ্রস্তর শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কোর্টে আগত বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। সারা দেশে যত কেস ফাইল হচ্ছে সমাধানের গতিও বেশি হচ্ছে বলে জানান। বিজ্ঞ আইনজীবিদের সহায়তা চান তিনি। তারা আদালতকে সহায়তা করলে সকল সমস্যা দুর হয়ে যাবে।
প্রধান বিচারপতি জানান, বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবের জন্য জেলায় জেলায় নির্মান করা হচ্ছে ন্যায়কুঞ্জ নামক বিশ্রামাগার। এ লক্ষ্যে সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রতি জেলায় ৫০ লাখ টাকা করে দেওয়া হবে ন্যায়কুঞ্জ নির্মানে। পরে প্রধান বিচারপতি আদালত চত্তরে বৃক্ষরোপন ও জেলা আইনজীবি সমিতির সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিষ্টার তোফায়েল হাসান, জেলা ও দায়রাজজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, অনান্য বিচারকসহ জেলা আইনজীবি সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আকিদুল ইসলামসহ জেলার আইনজীবিরা।