ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বঞ্চিত এমনকি অবমুল্যায়ন করা হচ্ছে নারী সদস্যদের : মতবিনিময়ে বক্তারা
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৪-১২ ১২:২৪:১৮

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকবৃন্দের সম্পৃক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা বুধবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। 

অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে জেলা শহরের ডেমক্রেসিওয়াচ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি।

মতবিনিময় সভায় আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন হেলভেটাস বাংলাদেশের মনিটরিং ইভাল্যুয়েশন এন্ড লার্নিং এক্সপার্ট ফাতেমা খাতুন। বক্তব্য দেন অপরাজিতা প্রকল্পের কো-অর্ডিনেটর ফিরোজ মো. নূরন নবী যুগল, ডেমক্রেসিওয়াচ এর জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান।

এতে অপরাজিতা নারীর ক্ষমতায়নে স্থানীয় সরকারে নারীদের অবস্থান তুলে ধরেন ল²ীচাপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য শ্যামলী রানী ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি। 

কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অপরাজিতা শিল্পি রানী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করেছেন কিন্তু নানাভাবে এই নারীরা বঞ্চনার শিকার হচ্ছে তাদের হয়রানী করা হচ্ছে কিংবা তাদের অধিকারকে হরণ করা হচ্ছে।

মুলত ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের উপেক্ষা অবমুল্যায়ন করে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি কোন ভাবে কাম্য নয়। এজন্য নারীদের অধিকারটুকু নিশ্চিত করণে যথাযথ উদ্যোগ নিতে হবে।

সাবেক নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি বলেন, আমাদের আক্ষেপের শেষ নেই। প্রতিটি জায়গায় আমাদের বঞ্চিত করা হচ্ছে। কি রাজনীতি, কি দায়িত্ব, কি অধিকারে। জনগণের মান্ডেট নিয়েও আমরা নিজেদের অধিকার পাইনি। 
তিনি বলেন, তৃণমুলে নারীরা রাজনীতি করে আসলেও রাজনৈতিক দলে শীর্ষ পদে নারীদের মুল্যায়ন করা হচ্ছে না।

হেলভেটাস বাংলাদেশের মনিটরিং ইভাল্যুয়েশন এন্ড লার্নিং এক্সপার্ট ফাতেমা খাতুন বলেন, নারী জনপ্রতিনিধিদের স্থানীয় সরকারে সক্ষমতা বৃদ্ধি, ক্ষমতায়ন, অধিকার বাস্তবায়নসহ রাজনৈতিক দলে শতকরা ৩০ভাগ কোটা নিশ্চিত করণে ২০১১সাল থেকে কাজ করছে এই প্রকল্পটি। বিভিন্ন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করে পরিবর্তন ঘটানো গেছে কিন্তু এখোনো অনেক পিছিয়ে বিভিন্ন ক্ষেত্রে। সেটি বাস্তবায়নে কাজ করছি আমরা। এজন্য গণমাধ্যমের ভুমিকা বিশেষ প্রয়োজন। 
ইউনিয়ন পরিষদের নারী জনপ্রতিনিধি, সাবেক সদস্য, অপরাজিতাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ এই সভায় উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত