ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হচ্ছে বাঙ্গি
  • মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
  • ২০২৩-০৪-১০ ১২:৫০:২৪
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথমে পরীক্ষামূলক বাঙ্গি আমদানির পর দেশীয় বাজারে ভালো সাড়া পাওয়ায় ভারত থেকে আবারও বাঙ্গি আমাদনি হচ্ছে। মেসার্স খান ট্রেডার্স নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এসব বাঙ্গি আমদানি করছেন। আমদানিকৃত এসব বাঙ্গির শুল্ক বাবদ খরচ পরছে প্রতিকেজি ৫৮ থেকে ৬০ টাকা। দেশের বাজারে চাহিদা থাকা পর্যন্ত বাঙ্গির আমদানি অব্যহত থাকবে বলে জানিয়েছেন আমদানিকার প্রতিষ্ঠিান। মেসার্স খান ট্রেডার্সের প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, রমজান মাসে বিভিন্ন ফলের পাশাপাশি বাঙ্গির চাহিদা থাকায় গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) পরীক্ষামূলক ভারত থেকে বাঙ্গি আমদানি করা হয়। দেশের বাজারে ব্যপক দাহিদা থাকায় নিয়মিত আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব বাঙ্গি ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বাঙ্গি ফল আমদানির ফলে বন্দর থেকে সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন যে আয় সেটি বৃদ্ধি পেয়েছে। যেহেতু এটি একটি কাঁচা পণ্য তাই কাস্টমসে দ্রুত পরীক্ষণ ও শুল্কায়ন করা হচ্ছে। হিলি স্থলবন্দরের সর্বশেষ তথ্য মতে, মেসার্স খান ট্রেডার্স ১৫ টন ৪শ কেজি বাঙ্গি আমদানিকরেছে। যা থেকে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত