ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান সুযোগ রয়েছে-আসাদুজ্জামান নূর
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৪-১০ ০৫:০৫:৫২
বাংলাদেশ একটি অসাম্প্রদিক দেশ। এখানে সকল ধর্মের মানুষের সমান ভাবে বেঁেচ থাকার নিশ্চয়তা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেটি নিশ্চিত করেছেন ১৯৭২সালের সংবিধানের মধ্য দিয়ে। গতকাল বিকেলে নীলফামারীর হাড়োয়া মিশনে প্রভু যীশু খ্রিষ্টের পুনরুত্থান উপাসনা ইস্টার সানডে এবং জেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি। জেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সভাপতি মাইকেল আন্দ্রিয়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক পালক ডেভিড কানাই ঋষী। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল মাসুদ আলাল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি উপস্থিত ছিলেন এ সময়। এরআগে প্রার্থণা, বাইবেল পাঠ, ধর্মীয় আলোচনা সভা ও সঙ্গিত পরিবেশন করা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত