দিনাজপুরে বিপুল পরিমান মাদক দ্রব্য ফেন্সিডিল সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি মনিরকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব -১৩ দিনাজপুরের একটি দল ৮ এপ্রিল রাত আনুমানিক ১১ টায় দিনাজপুরের কোতোয়ালি থানা থানাধীন আস্করপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঝিনাইগুড়ি পুকুর এলাকায় দুইটি প্লাস্টিকের বস্তায় ২০০ বোতল ফেন্সিডিল সহ দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান ওরফে ফেন্সি মনিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান ও সে ফেন্সি মুরিদ মুনির দিনাজপুরের মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা বহুদিন যাবত ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছদ্মনাম ব্যবহার করে, তার পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানি নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেলসিডিল বিক্রি করে আসছিল বলে র্যাব জানায়।
মনিরুজ্জামান ওরফে ফেন্সি মনিরের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো তিনটি মামলা রয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন।
মামলা রুজু করে আসামি মনিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।