দিনাজপুরে পবিত্র রমজান উপলক্ষে বিজিবি সেক্টর ৪২ ব্যাটেলিয়ানের উদ্যোগে ১ হাজার দুস্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
আজ রবিবার সকাল ১১ টার দিকে দিনাজপুর সদর কুঠিবাড়ী সেক্টরে ৪২ বিজিবি ব্যবস্থাপনায় অসহায় দুস্থদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী তুলে দেন ৪২ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান।
এসময় বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি জনগণের কল্যাণে জেলার বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক জনগণের কল্যাণার্থে বিভিন্ন সময়ে দেশের গরীব, দুস্থ ও অসহায় মানুষদের প্রায়ঃশই বিভিন্ন সাহায্য সহযোগিতা/অনুদান প্রদান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিজিবি দিনাজপুর এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এয়াড়াও বিজিবির ইফতার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি সকল অফিসার, দায়িত্বরত জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিক, স্থানীয় জনপ্রতিনিধি এর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্র বিজিবি'র সহায়তা প্রদান অব্যাহত থাকবে।