ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে আমরা ৮৮'র সর্বসেরা মিলন মেলা পরিচিতি পর্ব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৪-০৭ ১৩:০৭:২১
"সারা দেশ,সারা পৃথিবী "এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হলো এস এস সি ৮৮ ব্যাচ বন্ধুদের সর্বসেরা অপূূর্ব মিলন মেলা পরিচিতি পর্ব ও ইফতার মাহফিল। আজ শুক্রবার ( ৭ এপ্রিল) দিনাজপুরে শহরে প্লানেট-বি চাইনিজ রেস্তোরাঁয় আমরা ৮৮' দিনাজপুর প্যানেলের উদ্যোগে এপরিচিতি পর্ব ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও ইকবাল হাই স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলাম নবী দুলাল। আমরা ৮৮' দিনাজপুর প্যানেলের আহবায়ক শাহ্ আলম শাহী'র সভাপতিত্ব অনুষ্ঠানে প্যানেলের উপদেষ্টা ৮৮ বন্ধু প্রফেসর মো.লাল মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক শাহজাহান নভেল, যুগ্ম-আহবায়ক মো.মাসুদ হোসেন, যুগ্ম- আহবায়ক মিনারুল ইসলাম মিনার, বন্ধু নার্গিস বিশ্বাস, রিয়াজুল, মামুনুর রহমান জুয়েল, সাদেকুল ইসলাম স্বাধীন, মো.আব্দুর রহমান, মাসুদ রানা বিপ্লব, মো.নেহাল পারভেজ, ফখরুল ইসলাম, আব্দুল জনিল, রায়হান আলী, আব্দুস সালাম, নুর মোহাম্মদ জামিল, মোস্তফা কামাল, আব্দুল আজিম, মো.জাকারিয়া, রশিদুল আলম,ড. মো.সালাম, প্রতীক কুমার, আসাদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঈদের পর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হবে বলেও ৮৮ বন্ধুরা মতপোষণ করেন। অনুষ্ঠানে পরিচিতি প্রদান, স্মৃতিচারিণ শেষে দো'আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দো'আ পরিচালনা করেন, ঐতিহ্যবাহী মাটির মসজিদের পেশ ঈমাম মাওলানা কারী মো. লুৎফর রহমান।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী