ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নর্থ ক্যারোলাইনায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'ইসাইয়াস'
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৮-০৪ ০১:৫৫:৫০

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইসাইয়াস। ক্যাটাগরি ওয়ান শক্তির এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাতের পাশাপাশি প্রায় ৮৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়েছে উপকূলে ৫ ফুটের ওপরে জলোচ্ছাসের আশঙ্কা রয়েছে। নর্থ ক্যারোলাইনায় আঘাত হানার আগে ঘূর্ণিঝড় ইসাইয়াসের কারণে পুয়ের্তো রিকো ও ডমিনিক রিপাবলিকে দুই জনের প্রাণহানি হয়েছে।

এছাড়াও প্রচুর ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়টি সামনের দিকে অগ্রসর হওয়ার ফলে ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও নিউইয়র্কেও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

তবে নর্থ ক্যারোলাইনাতে ঘূর্ণিঝড়ের মধ্যেই কিছু মানুষকে সৈকতে ঘোরাঘুরি ও স্কিয়িং করতে দেখা গেছে।

 

ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত
জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২