ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে সরকারী শিশু পরিবারের বালিকা এতিম শিশুদের সাথে ইফতার করলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল
  • সোহাগ জামান, ফরিদপুর
  • ২০২৩-০৪-০৬ ১২:৫৬:০৭

ফরিদপুরে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বালিকা এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টেপাখোলা সমাজ সেবা অধিদপ্তরের অধিনস্ত শিশু পরিবারের ১৭৫জন বালিকা এতিম শিশুদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

শিশু পরিবারের তত্ত্ববাবধায়ক তাসফিয়া তাসরিনের সভাপতিত্বে ও সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদার সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আলী আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম।

এছাড়াও অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ শাহজাহান, এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, একেকে এর নির্বাহী পরিচালক এম এ জলিল, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার  মুক্তাসহ এনজিও, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এতিম  বালিকা শিশুদের সার্বিক খোজ খবর নেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী