দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় বাজারের ব্যাগে দুই কেজি গাঁজা সহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তার তরুণের নাম সোলায়মান আলী (২৪)কে।
বুধবার রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওর ইউনিয়নের বিজুল সরকার পাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম সোলায়মান আলীর বাড়ি উপজেলার বিজুলডাঙ্গা গ্রামে। তিনি বিরামপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দেশমা গ্রাম থেকে এসব গাঁজা পাচার করছিলেন বলে
জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজাসহ আটক সোলায়মান আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান মাদক বিরোধী অভিযানে সন্দেহভাজন হিসেবে সোলায়মান আলীকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।