ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ টি পদের বিপরিতে ৩৪টি মনোনয়নপত্র জমা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৪-০৬ ১২:৪৭:০৩

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ টি পদের বিপরিতে এবার ৩৪টি  মনোনয়ন পত্র জমা পড়েছে।

আজ বৃহস্পতিবার ( ০৬ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে ১৫ টি পদের বিপরিতে ৩৪ টি মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়েছে,নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সমাজ সেবা অফিসার মো.মাইনুল ইসলাম। তিনি বলেব, আগামি ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচন।  ১৫:টি পদের বিপরিতে আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দানের দিন ৩৪টি মনোনয়ন পত্র জমা পড়েছে। শুক্রবার (০৭ এপ্রিল)  যাচাই-বাছাই হবে এ মনোনয়ন পত্র। ৯ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে  ১০এপ্রিল।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি সুলতান উদ্দীন কামাল বাচ্চু এবং অশোক কুমার কুন্ডু তিনি জানান, এবার প্রেসক্লাবে ভোটার সংখ্যা ৬৫ জন। এর মধ্যে জাতীয় সংসদের সাবেক হুইপ,মিজানুর রহমান মানু,বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই প্রেসক্লাবের সদস্য।

শান্তিপূর্ণভাবে আগামি  ১৭ এপ্রিল বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন জেলার এ গণমাধ্যমকর্মীদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক দল, শিল্পপতি, ক্রিড়াবিদ, সাংস্তৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী সচেতন মহল। বিছিন্নভাবে দু’একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালেও মূলত: দু’টি প্যানেলে হবে নির্বাচন। লড়াই,হবে হাড্ডা-হাড্ডি। এ যেনো অস্তিত্ব টিকে থাকার লড়াই।

দিনাজপুর প্রেসক্লাবে এ নির্বাচনকে ঘিরে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রেসক্লাবে সংবাদকর্মীদের অড্ডা মনে থাকছে। যারা দীর্ঘদিন প্রেসক্লাবে আসেননা,তাদেরও পদচারণ পড়ছে প্রেসক্লাব চত্বরে। সব মিলে জমজমাট প্রেসক্লাব।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন