ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সাংবাদিককে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল রূপগঞ্জ, কলি বাহিনীর প্রধানকে আসামী করে মা
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২৩-০৪-০৬ ০৪:০১:৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণ হত্যার চেষ্টাকীদের গ্রেফতারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। ক্ষোভে ফুঁসে উঠছে রূপগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসামী গ্রেফতারে বিক্ষুব্ধ জনতা আগামী ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসামী গ্রেফতার না হলে ঢাকা-সিলেট, এশিয়ান বাইবাস, রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করার আলটিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এশিয়ান বাইপাস সড়কের কাঞ্চন মায়ার বাড়ি স্ট্যান্ডের সামনে মানববন্ধন কর্মসূচীতে এ ঘোষণা দেওয়া হয়। এসময় বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে, আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে কলি বাহিনীর প্রধান কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ অজ্ঞাত ৭/৮ জনকে প্রধান আসামী করে বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে সাত্তার আলী সোহেল বলেন, সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ এপ্রিল কলি বাহিনীর সন্ত্রাসীরা বেসরকারী টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। রূপগঞ্জে অসংখ্য বাহিনী গড়ে উঠেছে। এসব বাহিনীকে উৎখাত করার জন্য পুলিশের সজাগ দৃষ্টি কামনা করছি। তা-না হলে রূপগঞ্জের সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়বে। কলি বাহিনী গত এক বছরে কাঞ্চন পৌরসভায় অর্ধশতাধিক ঘটনা ঘটিয়েছে। এ বাহিনীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বড় ধরণের কর্মসূচী দেওয়া হবে। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট লায়ন আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম। এশিয়ান টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শহীদুল্লা গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই শাহেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাত্তার আলী সোহেল, ইনকিলাবের মোঃ খলিল সিকদার, ভোরের কাগজের নজরুল ইসলাম, ভোরের আকাশের সুশিল সরকার, সমকালের জিয়াউর রাশেদ, যুগান্তরের এ হাই মিলন, দৈনিক বাংলার রাসেল আহমেদ, জনতার আনোয়ার হোসেন, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির জাহাঙ্গীর আলম হানিফ, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন খান, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, সময়ের আলোর রাশেদুল ইসলাম, দেশ রুপান্তরের আতাউর রহমান সানি, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, এশিয়ান টেলিভিশনের রিপন মিয়া, বশির আহমেদ, শফিকুল ইসলামসহ আরো অনেকে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত