ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
স্বরূপকাঠির গুয়ারেখা ইপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার আর নেই
  • স্বরূপকাঠি ও কাওখালি প্রতিনিধি
  • ২০২৩-০৪-০৬ ০৩:৫৮:৩২
স্বরূপকাঠির গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের দীর্ঘদিনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার (৭৭) আর নেই। তিনি গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকার স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। এর আগে গত সোমবার ভোর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নিয়ে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জোহর নামাজ বাদ রাজবাড়ী ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার, উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এরপর জানাজা শেষে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, ওসি জাফর আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, গৌতম নারায়ন রায় চৌধূরী, সমীর কুমার বাচ্চু, ফজলুল হক সেন্টু, স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, মো. হারুন অর রশিদ,স্বরূপকাঠি পৌর সভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসান, সম্পাদক এসএম মুইদুল ইসলাম, প্রেসক্লাবের সকল সদস্য ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী