ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এখনও মাঝে মাঝেই আগুন জ্বলতে দেখা যাচ্ছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বঙ্গবাজারে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সারা দিনরাত আমরা কাজ করেছি। এখনও প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, এতো বেশি পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা যে, সেগুলো বের করতে কষ্ট হচ্ছে। অনেক কর্মী ক্লান্ত হয়ে পড়ছেন। ফলে কাজ শেষ করতে সময় লাগছে।
মোহাম্মদ তাজুল জানান, এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। এখনও মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন। মালামাল রাখার কোনো ব্যবস্থাও নেই। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে। মালামাল সম্পূর্ণ বের করতে পারলেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যাবে।
উল্লেখ্য, রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার ২৯ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া।