দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানের পরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন।
আজ মঙ্গলবার দিনাজপুরের সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবার বর্গের প্রতি মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা, জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগনের সাথে মত বিনিময় করেন নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।
অপরদিকে জেলা প্রশাসকের অফিস কক্ষে দিনাজপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের মধ্যে নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মত বিনিময় করেন দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশন, দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের পক্ষে সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী ও ব্যবস্থাপক প্রশাসন মোঃ শফিকুল আলম, বাংলাদেশ সরকারী কর্মচারী সমš^য় পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আরিফ আক্তার, সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবির, বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক, সহকারী পরিচালক মোঃ ময়নুল হক, মোঃ মুনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম সহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, দিনাজপুর শক্তি ফাউন্ডেশনের পক্ষে এরিয়া সুপার ভাইজার কাহারুল ইসলাম বসুনিয়া ও শাখার ব্যবস্থাপক মোঃ জাহানুর আলম, বাংলাদেশ স্কাউট দিনাজপুরের কমিশনার ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রাকি, সৈয়দ মিজানুর রহমান মুন্না, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাফ উদ্দীন আহম্মেদ, রাণীগঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষিকা বদিউন নেছা রীমু। বিআরটিসি বাস ডিপো ও বিআরটিসি ট্রেনিং সেন্টারের পক্ষে ইউনিট কো-অর্ডিনেটর মোঃ ফয়সাল আলমসহ অন্যান্য সংগঠন সমূহ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।