ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হিলিতে ব্র্যাকের প্রোজেক্ট ইন্সেপশন মিটিং অনুষ্ঠিত
  • মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
  • ২০২৩-০৪-০৪ ০৯:০৩:১১
দিনাজপুরের হিলিতে ব্র্যাকের উদ্যোগে ইনক্রিজ অ্যাকসেস টু ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুলস এ্যাক্রোস বাংলাদেশ ২০২৩-২০২৪ শীর্ষক প্রোজেক্ট ইন্সেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কমফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। হাকিমপুর (হিলি) ইউএনও মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রেসক্লাবের সভাপতি গোলম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তবারক হুসেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম, প্রোজেক্ট অরগানাইজার কামরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক কে এম শাহাবুদ্দিন, ফিল্ড অরগানাইজার রোকছানা আক্তার প্রমুখ। প্রোজেক্ট অরগানাইজার কামরুজ্জামান জানান, ব্র্যাক ওয়াশ হিলি শাখার উদ্যোগে উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাকের অর্থায়নে ছাত্র- ছাত্রীদের বিশুদ্ধ খাবার পানি, স্যানিটাইজেশন এবং মান সম্মত টয়লেট নির্মাণ করা হবে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত