ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
স্বরূপকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যকে ধাক্কা দেয়ার অভিযোগ
  • স্বরূপকাঠি ও কাওখালি প্রতিনিধি
  • ২০২৩-০৪-০৩ ১৩:০৮:০০

স্বরূপকাঠির জলাবাড়ি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলামের বিরুদ্ধে  তারই পরিষদের সদস্য নকিতুল্লাকে ধাক্কা দিয়ে পরিষদ থেকে বেড় করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার টিসিবির পন্য বিতরণের কার্ড চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ৮নং ওয়ার্ড  সদস্য মো. নকিতুল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার দাবী করে একটি  লিখিত অভিযোগ দিয়েছেন। তবে  চেয়ারম্যান  তৌহিদুল  ইসলাম পরিষদের সদস্য নকিতুল্লাকে ধাক্কা দেয়ার কথা অস্বীকার করেন।

জলাবাড়ি ইউপির ৮নং ওয়ার্ড  সদস্য মো. নকিতুল্লার দেয়া  অভিযোগে জানাগেছে সোমবার ওই ইউনিয়নে টিসিবির পন্য বিতরণের সময় তার ওয়ার্ডের  মানুষের কার্ড তাদের হাতে না দিয়ে চেয়ারম্যানের নিয়ন্ত্রনে রাখেন। এ নিয়ে  নকিতুল্লা চেয়ারম্যানকে  প্রশ্ন করলেই  তিনি ক্ষিপ্ত  হয়ে তাকে ধাক্কা  দিতে দিতে পরিষেদ থেকে বের করে  দেন। নকিতুল্লা বলেন,চেয়ারম্যান এবং তিনি একই ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় তাকে সব সময় সদস্য পদের  কাজ করতেও নানাভাবে বাধার সৃস্টি করেন তৌহিদ ইসলাম।
 
অভিযোগ অঙ্গীকার করে জলাবাড়ি ইউপি চেয়ারম্যান  তৌহিদুল ইসলাম বলেন,রোজার মধ্যে পন্য সামগ্রী নিতে আসা শত শত মানুষের লাইন সামাল দিতে তাদের হিমসিম অবস্থার সৃস্টি হয়।  সদস্য নকিতুল্লাকে ৮০ টি কাডর্ দেওয়া হয়। তিনি তা নানিয়ে এলাকার দুই আড়াইশত মানুষকে দাওয়াত দেন। যাতে বড় ধরনের বিশৃক্সখলার সৃষ্টি হয়। সে সময় সদস্য নকিতুল্লা সাধারণ মানুষকে আরো উসকানি দিয়ে বিশৃংখলার সৃস্টি করতে চাইলে তাকে ধমক দিয়ে সতর্ক করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার বলেন,সদস্য নকিতুল্লার কাছ থেকে অভিযোগ পেয়েছেন । শিঘ্রই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী