ভি.ডাব্লিউ.ডি (ভিজিডি)তে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, জনপ্রতিনিধিকে অবমূল্যায়ন ও দূর্ণীতির প্রতিবাদে দিনাজপুরের খানসামায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খানসামা উপজেলা ইউপি ঐক্য ফোরাম ও এলাকাবাসী। উপজেলার খানসামা -দাড়োয়ানী আঞ্চলিক মহাসড়কে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ৬টি ইউনিয়নের ইউপি সদস্যরা।
বক্তারা বলেন, ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচীর আওতায় যে তালিকা প্রণয়ন করা হয়েছে সেটি নিয়ম মেনে হয়নি। ইউএনও অটোমেশনের কথা বলে স্বেচ্ছাচারিতা করে তালিকা তৈরী করেন। এটি সম্পূর্ণ আইনবহির্ভূত। অন্য উপজেলায় যে নিয়মে হয়েছে আমাদের এখানে সেই নিয়মে হয়নি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চুরি-ছিনতাই রোধে স্থানীয় সাংসদ এর পরিকল্পনায় আনসার ভিডিপি সদস্যদের রাত্রিকালীন পাহারাদার হিসেবে রাখা হয়। কিন্তু চলতি মৌসুমের ভিজিডি তালিকায় রাত্রিকালীন পাহারাদার, কমিউনিটি ক্লিনিকের আয়া ও বিভিন্ন দপ্তরের বিনা বেতনের কর্মচারীর নাম নেই। ভিজিডি তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন ও দূর্ণীতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তারের দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি জানান। যদি আগামী ৭ দিনের মধ্যে এর সুরাহা না হলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন,' সামনে নির্বাচন।
সুবিধা করতে পারবেনা জেনে একটি সরকার বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে এসব করছে। আমি কোন অন্যায়-অনিয়ম-দুর্নীতি করিনি। কেউ প্রমাণও দিতে পারবেনা।প্রায় দেড় বছর ধরে এই উপজেলায় অবস্থান করছি।উপজেলা চেয়ারম্যান এবং এমপি মহোদয়কে জিজ্ঞেস করলেও জানতে পারবেন,আমি কেমন।আমি চেষ্টাকরছি,সরকারের ভাবমুর্তি অক্ষুণ্ণ রাখার। আমি যদি অন্যায় করে থাকি আমাকে বদলি করবে সরকার।'
তিনি আরো বলেন,'ব্লিউ.ডি (ভিজিডি)আমি দু:স্থ্যদের দিয়ে আসছি। ইউপি সদস্যরা তা আনসার এবং গ্রাম্য পুলিশদের জন্য চাইছে। আমি এসব অনিয়মে অংশ নেইনি।কারণ এখন অনলাইন যুগ সবকিছুর প্রমাণ থাকে এবং আছে।'