ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুমিল্লা বরুড়ায় শিশু কোরাআনের হাফেজদের কে ৫শত কোরাআন শরীফ উপহার হিসাবে দেওয়া হয়
  • বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
  • ২০২৩-০৪-০৩ ১১:৫৯:২৫

প্রবাসী যোদ্ধার সহযোগিতায়, বাংলাদেশ পাবলিক টিভি আয়োজনে কুমিল্লার বরুড়ায় ৩নং ওয়ার্ডের অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। ৫ শত কোরাআন শরীফ উপহার হিসাবে  বিতরণ করা হয়।

এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অত্র প্রতিষ্ঠানের মুহতামিন ও কোরানে হাফেজ শিক্ষকগন বলেন সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল একজন দিনদার  মানুষ অন্যের কাছ থেকে সহযোগিতা এনে। নিজে ভোগ বিলাস না করে, গরীব আসহায় মানুষের সহ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান। আমরা দেখেছি গত করোনা কলিসময় সময় থেকে তার এই মহৎ উদ্যোগ যা প্রশংসনীয়।

আমাদের বরুড়ায় ৩নং ওয়ার্ডের অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় তার প্রবাসী বন্ধুর সহযোগিতায় কোরানে হাফেজ ও এতিমদেরকে কোরান শরীফ উপহার হিসাবে দেওয়াতে আজ আমি মুগ্ধ ও আনন্দিত।

পরিশেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আল্লাহ যেন বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলকে যেন নেক হায়াত দান করেন এবং দ্বীনি কাজের খেদমত করার সুযোগ দান করেন, এই সময় অত্র প্রতিষ্ঠানের মুহতামিম ও কোরআনের হাফেজ শিক্ষকগণ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী