ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দিনাজপুরের বিরল স্থল বন্দর পূণাঙ্গভাবে চালু হবে-ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৪-০২ ১২:০৯:৪৪
ভারতীয় সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, অবকাঠামো উন্নয়ন শেষ হলেই দিনাজপুরের বিরল স্থল বন্দর পূণাঙ্গভাবে চালু হবে।এই স্থলবন্দর চালু হলে ভারত-বাংলাদেশ-নেপাল ও ভুটানের বাণিজ্যদ্বার উন্মোচিত হবে। আগামিকাল ( ০৩ এপ্রিল) সরজমিনে পরিদর্শন করা হবে। পরিস্থিতির উপরেই আবারো,চালু,হলে বাংলাবান্দা স্থলবন্দর। আজ রোববার ( ০২ এপ্রিল) বিকেলে দিনাজপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত দিনাজপুর জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, দিনাজপুরে অর্থনৈতিক জোনের সাথে ভারতীয় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হবে। দিনাজপুরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর ব্যাপারে বিবেচনায় রয়েছে। চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাংবাদিক নেতা গোলাম নবী দুলাল,ব্যবসায়ী নেতা মোসাদ্দেক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ, পার্বতীপুর পৌর, মেয়র আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা ফারুকুজ্জামান মাইকেল সহ অন্যরা। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ