ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় বিএনপি'র অবস্থান কর্মসূচি পালিত
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৪-০১ ১৩:০৫:০৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোলায় জেলা বিএনপি' অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুর ২ টার সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে, এবং মাদার অফ ডেমোক্রেসি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ১০ দফা দাবি বাস্তবায়নের ও সরকার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রাইসুল আলম। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত,তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন হাওলাদার, দৌলতখান উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া, বোরহান উদ্দিন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার আলম প্রমুখ। ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে, জনগন সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের সকল দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আমরা রাজপথে আছি রাজপথে সব সময় থাকবো ইনশাআল্লাহ । সকলকে আন্দোলন করার জন্য ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা ও সকল উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী