ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দুর্গাপুরে পথভ্রষ্ট মানসিক ভারসাম্যহীন নারীকে পরিবারের নিকট হস্তান্তর করলেন দু্র্গাপুর থানার ওসি
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৪-০১ ১৩:০৩:৪৬
রাজশাহীর দুর্গাপুর পৌরসভা সদরে সন্ধায় ঘোরাফিরা করা পথভ্রষ্ট মানসিক প্রতিবন্ধী নারী ফরিদা বিবি (৪০) কে আশ্রয় দিয়ে পরিবারের সন্ধান পাওয়ায় পরিবারের নিকট হস্তান্তর করলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক। মানসিক ভারসাম্যহীন নারীর নিরাপত্তা দিতে দুর্গাপুর থানায় নিয়ে এসে আশ্রয় দেওয়া ও পরিবারের সন্ধান পেতে মানবিক ভূমিকা পালন করায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হককে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই নারীর পরিবারের সদস্যগন ও বাগমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম। দুর্গাপুর থানা সূত্রে জানাযায়, ১ এপ্রিল সন্ধায় পথভ্রষ্ট মানসিক ভারসাম্যহীন মধ্যম বয়সী এক নারী দুর্গাপুর পৌরসভা সদরের সিংগাহাট এলাকায় ঘোরাফিরা করছিলো। সংবাদ পেয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক নারীর নিরাপত্তা দিতে দুর্গাপুর থানায় নিয়ে এসে আশ্রয় দেন। মানসিক ভারসাম্যহীন নারীর কাছে একটি সপিং ব্যাগ পায়। সপিং ব্যাগটিতে গার্মেন্টস দোকানের নাম ও কালিগঞ্জ বাজার বাগমারা, রাজশাহী লেখা ছিলো। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক সপিং ব্যাগে উল্লেখ্য ঠিকানা দেখে নিজ বুদ্ধিমত্তায় বুজতে পারেন মানসিক ভারসাম্যহীন নারীটি হয়তো ওই এলাকার বাসিন্দা হতে পারে। তিনি মানসিক ভারসাম্যহীন নারীটির সন্ধান পাওয়ার জন্য বাগমারা থানায় নারীর ছবি ও সপিং ব্যাগে উল্লিখিত ঠিকানা দিয়ে সন্ধান নেওয়ার জন্য বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামকে জানালে তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখে তাৎক্ষনিক থানা পুলিশকে মানসিক ভারসাম্যহীন নারী (৪০) এর ছবি ও সপিং ব্যাগে উল্লিখিত ঠিকানা দিয়ে সন্ধান নেওয়ার জন্য পাঠালে মানসিক ভারসাম্যহীন নারীর পরিবারের সন্ধান পাওয়া যায় তার নাম ফরিদা বিবি বয়স (৪০) সে বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মধ্যো ঝিনা গ্রামের রেজাউল করিম এর স্ত্রী। সে গত ৩০ মার্চ রাতে সকলের অজান্তে বাড়ী থেকে বের হয় এবিষয়ে ফরিদা বিবি'র স্বামী রেজাউল বাগমারা থানায় সাধারন ডাইরী করেন। ১মার্চ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মানসিক ভারসাম্যহীন নারীর স্বামী, সন্তান, মেয়ে জামাই সহ পরিবারের সদস্যরা দুর্গাপুর থানায় আসলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক ওই নারীর পরিবারের নিকট হস্তান্তর করেন। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক মানসিক ভারসাম্যহীন নারীর নিরাপত্তা দিতে দুর্গাপুর থানায় নিয়ে এসে আশ্রয় দিয়ে পরিবারের সন্ধান পেতে মানবিক ভূমিকা পালন করায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হককে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই নারীর পরিবারের সদস্যগন ও বাগমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত