রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এসময় তাদের ছত্রভঙ্গ করে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদসহ ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার বাটার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন—রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শি¶ক এমদাদুল হক ও বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন।
রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামিম সরকার বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ছিল। সেই অনুযায়ী নেতাকর্মীরা নগরীর সাগর পাড়া মোড় থেকে একটি মিছিল নিয়ে বাটার মোড়ের দিকে আসছিলেন। মিছিলটি গণকপাড়া মোড় এলাকায় আসলে পুলিশ অতর্কিত হামলা চালায়।
লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেন। এ সময় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদসহ ৫ জনকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে নগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, তাদের অবস্থান কর্মসূচির অনুমতি ছিল, কিন্তু অবস্থান কর্মসূচির অনুমতি নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা জনদুর্ভোগ সৃষ্টি করছিল। এজন্য জননিরাপত্তার স্বার্থে আবু সাঈদ চাঁদসহ তাদের গ্রেফতার করা হয়েছে।